Dark Mode
Image
  • Wednesday, 17 December 2025
ফুসফুসের ক্ষতির ৬টি  লক্ষণ: সচেতন থাকুন, সুস্থ থাকুন

ফুসফুসের ক্ষতির ৬টি  লক্ষণ: সচেতন থাকুন, সুস্থ থাকুন

ফুসফুস আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি আমাদের শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড বের করে দেয়। ফুসফুসের সুস্থতা আমাদের সামগ্রিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য।

কর্মব্যস্ত জীবনে আমরা অনেক সময় বুকে ব্যথা, সামান্য কাশি বা শ্বাসকষ্টকে সাধারণ ভেবে অবহেলা করি। কিন্তু এগুলোই হতে পারে ফুসফুসের ক্ষতির প্রাথমিক লক্ষণ।

আপনার শরীরে নিম্নলিখিত লক্ষণগুলো দেখা গেলে সতর্ক হোন:

  • শ্বাসকষ্ট: কোনো কাজ করার সময় শ্বাসকষ্ট হলে তা ফুসফুসের ক্ষতির লক্ষণ হতে পারে। আপনার যদি ক্রমাগত শ্বাস নিতে সমস্যা হয়, তাহলে অবহেলা করবেন না।
  • দীর্ঘস্থায়ী কাশি: ৮ সপ্তাহের বেশি সময় ধরে ঠান্ডা বা কফের সমস্যায় ভুগলে তা দীর্ঘস্থায়ী কাশির লক্ষণ। এটি ফুসফুসের ক্ষতির প্রথম লক্ষণ হতে পারে। উপেক্ষা না করে ডাক্তারের পরামর্শ নিন।
  • ক্রনিক মিউকাস: এক মাস বা তার বেশি সময় ধরে বুকে বিরক্তিকর মিউকাস থাকলে তা ফুসফুসের রোগের লক্ষণ হতে পারে।
  • কাশির সঙ্গে রক্ত পড়া: এটি ফুসফুসের রোগের প্রধান লক্ষণ। মারাত্মক অসুস্থতা বা ফুসফুস ক্যানসারেরও লক্ষণ হতে পারে।
  • বুকে ব্যথা: এক মাস বা তারও বেশি সময় ধরে বুকে ব্যথা থাকলে, বিশেষ করে কাশি বা শ্বাস নেওয়ার সময়, তা ফুসফুসের গুরুতর রোগের লক্ষণ হতে পারে।
  • শ্বাস-প্রশ্বাসে শব্দ: শ্বাসকষ্ট বা শ্বাস-প্রশ্বাসে শব্দ হওয়া ফুসফুসের শ্বাসনালি সরু হয়ে যাওয়ার লক্ষণ হতে পারে।

উল্লেখ্য, এই লক্ষণগুলো অন্য রোগেরও কারণে হতে পারে। তাই সঠিক রোগ নির্ণয়ের জন্য ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।

Comment / Reply From

You May Also Like