হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ফোন? দ্রুত যেভাবে বাঁচাতে পারেন আপনার প্রিয় ডিভাইস
বর্ষাকালে বাইরে থাকলে সবচেয়ে বড় ঝামেলাগুলোর একটি হলো—হঠাৎ নামা বৃষ্টিতে ফোন ভিজে যাওয়া। অনেক স্মার্টফোন এখন ওয়াটার-রেসিস্ট্যান্ট হলেও, বেশিরভাগ ডিভাইসেই সামান্য পানিতেও নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। তবে আতঙ্কিত না হয়ে কিছু সহজ পদক্ষেপ নিলে ফোনকে বাঁচানো সম্ভব।
প্রথম করণীয়—ফোন বন্ধ করুন
ফোন ভিজে গেলে অনেকেই তাড়াহুড়া করে চালু রেখে চেক করতে চান কাজ করছে কি না। কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল! পানির উপস্থিতিতে ফোন অন থাকলে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা বেশি। তাই পানি লাগতেই যত দ্রুত সম্ভব ডিভাইসটি সম্পূর্ণ বন্ধ করে দিন।
ফোন শুকনো কাপড়ে মুছে নিন
বাইরে যতটুকু পানি রয়েছে, তা সযত্নে মুছে ফেলুন। যদি ফোনে রিমুভেবল ব্যাটারি থাকে, তাহলে ব্যাটারি খুলে আলাদা রাখুন। এতে বড় ধরনের ক্ষতি হওয়ার ঝুঁকি কমে যায়। পাশাপাশি সিম ও মেমোরি কার্ড খুলে শুকনো কাপড়ে ভালোভাবে মুছে রাখা উচিত।
ভেতরের পানি বের করার চেষ্টা করুন
ফোনের ভেতরে পানি ঢুকে গেলে সরাসরি ঝাঁকানো যাবে না। বরং একটি প্লাস্টিক ব্যাগে ফোনটি রেখে হালকা ভ্যাকিউম করা যেতে পারে। এতে আটকে থাকা পানি কিছুটা বের হয়ে আসে।
চালের পাত্রে দাফন—এখনও কার্যকর উপায়
ফোন শুকানোর সবচেয়ে জনপ্রিয় উপায় হলো চালের পাত্রে রাখা। চাল আর্দ্রতা শোষণ করে, ফলে ফোনের ভিতরের আর্দ্রতাও কমে যায়। চাইলে আরও কার্যকরভাবে সিলিকা জেল ব্যবহার করতে পারেন। কমপক্ষে ৪৮ ঘণ্টা ফোনটি চাল বা সিলিকা জেলে রাখা জরুরি।
দুই দিন পর ফোন অন করে দেখুন
যদি পানির পরিমাণ খুব বেশি না হয়, তাহলে এই সময় শেষে ফোন সাধারণত চালু হয়ে যায়। তবে খুব ভিজে গেলে কাজ নাও করতে পারে। তবুও পর্যাপ্ত সময় না দিলে আর্দ্রতা পুরোপুরি শুকোবে না—তাই তাড়াহুড়া করা যাবে না।
বর্ষার দিনে ফোন নিরাপদ রাখার এটি সবচেয়ে সহজ ও কার্যকর কিছু পদ্ধতি। তাই যে কোনো বৃষ্টির দিনেও সচেতন থাকলে আপনার প্রিয় ডিভাইসটি রক্ষা করা সম্ভব।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!