Dark Mode
Image
  • Tuesday, 16 December 2025

শীতের রোদে ত্বক পুড়ে যাচ্ছে? জেনে নিন কার্যকর সমাধান

শীতের রোদে ত্বক পুড়ে যাচ্ছে? জেনে নিন কার্যকর সমাধান

 

শীতের সকালে বা দুপুরে মিষ্টি রোদে শরীর জুড়িয়ে আসে। এ সময় অনেকেই ছাতা ব্যবহার করেন না, আবার সানস্ক্রিন লাগানোর বিষয়টিও অবহেলা করেন। অথচ শীতকালেও সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের ক্ষতি করতে পারে। এর ফলে ত্বক পুড়ে যাওয়া, কালচে দাগ ও শুষ্কতার মতো সমস্যা দেখা দেয়।

এই সমস্যা থেকে মুক্তি পেতে কিছু সহজ ও ঘরোয়া উপায় অনুসরণ করতে পারেন। নিয়মিত ব্যবহারে এসব উপাদান ত্বকের ক্ষতি কমাতে সহায়ক।

টক দই ও বেসনের প্যাক

এক চামচ বেসনের সঙ্গে এক চামচ টক দই ভালোভাবে মিশিয়ে নিন। পরিষ্কার ত্বকে লাগিয়ে ১৫–২০ মিনিট শুকাতে দিন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলে ত্বকের পোড়া দাগ হালকা হয়।

অ্যালোভেরা ও মধু

অ্যালোভেরা জেল ও মধু একসঙ্গে মিশিয়ে ত্বকে মাখুন। কিছুক্ষণ পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বককে ঠান্ডা রাখে এবং কালচে দাগ কমাতে সাহায্য করে।

আলুর রস

আলু গ্রেট করে রস বের করুন। এই রস ত্বকের পোড়া বা কালো দাগের ওপর লাগিয়ে ১০–১৫ মিনিট রাখুন। এরপর হালকা হাতে ধুয়ে ফেলুন।দুধের সর ও হলুদ

দুধের সরের সঙ্গে সামান্য হলুদ মিশিয়ে ত্বকে ব্যবহার করলে শীতের শুষ্কতা কমে এবং ত্বক ফিরে পায় প্রয়োজনীয় আর্দ্রতা।

দুধ ও কেশর

দুধে কয়েকটি কেশর ভিজিয়ে রেখে ত্বকে লাগান। এটি ত্বককে নরম রাখে এবং দাগ হালকা করতে সহায়ক।

মুলতানি মাটি ও গোলাপ জল

মুলতানি মাটি ও গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করুন। মুখ ও গলায় লাগিয়ে শুকানোর পর ধুয়ে ফেলুন। এতে ত্বক পরিষ্কার ও উজ্জ্বল দেখায়।

উপসংহার

শীতের রোদ যতটা আরামদায়ক, ততটাই ক্ষতিকর হতে পারে ত্বকের জন্য। তাই বাইরে বের হওয়ার সময় সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। পাশাপাশি এসব ঘরোয়া যত্ন ত্বককে সুস্থ ও সতেজ রাখতে সাহায্য করবে।

শীতের রোদে ত্বক পুড়ে যাচ্ছে? জেনে নিন কার্যকর সমাধান

Comment / Reply From