Dark Mode
Image
  • Tuesday, 16 December 2025
নেলপলিশ রিমুভার ছাড়াই নখ থেকে নেলপলিশ তোলার সহজ উপায়:

নেলপলিশ রিমুভার ছাড়াই নখ থেকে নেলপলিশ তোলার সহজ উপায়:

নেলপলিশ নারীদের সাজগোজের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিভিন্ন রঙের নেলপলিশ নারীদের নখকে আরও আকর্ষণীয় করে তোলে। তবে ঘন ঘন নেলপলিশ পরিবর্তন করা সকলের পক্ষে সম্ভব নয়। কাজের ব্যস্ততার মধ্যে রিমুভার ব্যবহার করে পুরনো নেলপলিশ তুলে নতুন নেলপলিশ লাগানো বেশ ঝামেলার। অনেক সময় রিমুভার শেষ হয়ে গেলেও নতুন রিমুভার কেনার সুযোগ নাও থাকতে পারে।

 

রিমুভার ছাড়াই নেলপলিশ তোলার উপায়:

নখের উপর সরাসরি ডিওড্রেন্ট স্প্রে করুন। তুলো দিয়ে ঘষে নেলপলিশ তুলে ফেলুন। একবারে না উঠলে দ্বিতীয়বার স্প্রে করুন। ডিওড্রেন্ট শুকিয়ে যাওয়ার আগেই তুলে ফেলুন। ডিওড্রেন্টের মতো পারফিউমও ব্যবহার করা যেতে পারে। তুলোতে পারফিউম ঢেলে নখ ঘষুন। নেলপলিশ উঠে যাবে। নেলপলিশ তুলতে টুথপেস্ট খুব কার্যকরী। পুরনো একটি টুথব্রাশে অল্প টুথপেস্ট নিন। নখের উপর ঘষুন। নেলপলিশ উঠে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। হ্যান্ড স্যানিটাইজার রিমুভারের বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে। নখে স্যানিটাইজার ঢেলে ঘষুন। নেলপলিশ উঠে গেলে তুলো দিয়ে মুছে ফেলুন। হার্ডস্প্রে অথবা হেয়ারস্প্রেও নেলপলিশ তোলার কাজে ব্যবহার করা যেতে পারে। ডিওড্রেন্টের মতো নখে স্প্রে করে ঘষুন। নেলপলিশ উঠে গেলে তুলো দিয়ে মুছে ফেলুন।

 রিমুভার ব্যবহারের ফলে নখ শুষ্ক ও ভঙ্গুর হতে পারে। রিমুভার ছাড়াই নেলপলিশ তোলার উপায়গুলো ব্যবহার করলে নখ সুস্থ থাকবে। নিয়মিত নেলপলিশ পরিবর্তন না করা ভালো। নখের যত্ন নেওয়া জরুরি।

এই উপায়গুলো ব্যবহারের ফলে রিমুভারের প্রয়োজন হবে না এবং নখও সুস্থ থাকবে।

Comment / Reply From