দুর্দান্ত লুক আর শক্তিশালী ইঞ্জিন—বাজারে এসেছে Royal Enfield-এর নতুন Shotgun 650
Royal Enfield Shotgun 650 নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল নানা আলোচনা এবং জল্পনা। কবে এই বাইক বাজারে আসবে—এ প্রশ্নে অনেকেই অপেক্ষার প্রহর গুনছিলেন। এরই মাঝে টেস্ট ড্রাইভের সময় রাস্তায় দেখা মিলেছে Shotgun 650-এর। মুহূর্তেই ক্যামেরাবন্দি হওয়া সেই বাইকের ছবি ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
ডিজাইন ও কনসেপ্ট
Royal Enfield SG650 কনসেপ্ট মডেলের ওপর ভিত্তি করেই নতুন Shotgun 650 তৈরি করা হচ্ছে। চেন্নাই-ভিত্তিক কোম্পানিটির নতুন মডেলটিতে ব্যবহৃত হতে পারে 650cc ইঞ্জিন—যে ইঞ্জিন Royal Enfield Interceptor 650, Continental GT 650 এবং Super Meteor 650-এ ব্যবহৃত হয়েছে।
এই কারণে ধারণা করা হচ্ছে—৬৫০ সিসি সেগমেন্টকে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করতে Shotgun 650 বাজারে আনতে চাইছে কোম্পানি।
টেস্ট ড্রাইভে যেসব বৈশিষ্ট্য দেখা গেছে
টেস্ট ড্রাইভে দেখা Shotgun 650 মডেলে লক্ষ করা গেছে—
Upside Down Fork সাসপেনশন (Super Meteor 650-এর মতো)
ডুয়াল শক অ্যাবসর্বার
অ্যালয় হুইল
টিউবলেস টায়ার
টুইন পড ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার—যেখানে অসম ডিজাইন দেখা যাবে
বড় ডায়ালে স্পিডোমিটার
ছোট ডায়ালে ট্রিপার নেভিগেশন
ইঞ্জিন ক্ষমতা
অনেকের ধারণা, Shotgun 650-এ থাকতে পারে—
648cc প্যারালাল টুইন ইঞ্জিন
সর্বোচ্চ শক্তি: 47 bhp
টর্ক: 52 Nm
টেস্ট ড্রাইভের ছবিগুলো বিশ্লেষণ করেই এসব তথ্য উঠে এসেছে।
কবে বাজারে আসছে Shotgun 650?
এ বিষয়ে এখনো Royal Enfield-এর পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বর্তমানে কোম্পানি Hunter 350 লঞ্চ নিয়েই বেশি ব্যস্ত। এই মডেলটি চলতি বছরেই বাজারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ অবস্থায় Shotgun 650-এর ২০২৩ সালের আগে বাজারে আসার সম্ভাবনা খুবই কম—এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
Hunter 350-এর বৈশিষ্ট্য (বোনাস তথ্য)
Meteor 350 ও Classic 350-এর মতো J প্ল্যাটফর্মে তৈরি Hunter 350-এ থাকবে—
349cc সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন
২০.২ bhp শক্তি
২৭ Nm টর্ক
রেট্রো-স্টাইল ক্লাসিক ডিজাইন
বৃত্তাকার হেডল্যাম্প
সিঙ্গেল পড ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার
ব্লুটুথ কানেকটিভিটি
ট্রিপার নেভিগেশন আলাদা করে ইনস্টল করতে হবে
Royal Enfield প্রেমীদের জন্য Shotgun 650 নিঃসন্দেহে দারুণ প্রতীক্ষিত একটি মডেল—শক্তিশালী ইঞ্জিন, নতুন ডিজাইন এবং আধুনিক সব সুবিধা নিয়ে এটি বাজারে আসবে বলেই আশা করা হচ্ছে।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!