ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যাবে জি-মেইল, চালু হলো নতুন ফিচার
*ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যাবে জি-মেইল, চালু হলো নতুন ফিচার*
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ই-মেইল সেবা জি-মেইল এবার ব্যবহার করা যাবে সম্পূর্ণ অফলাইনে। এতদিন গুগলের এই সেবা ব্যবহারের জন্য ইন্টারনেট সংযোগ বাধ্যতামূলক ছিল। তবে নতুন ফিচার চালুর ফলে ব্যবহারকারীরা এখন ইন্টারনেট ছাড়াই জি-মেইলে মেইল পড়তে, লিখতে এবং রিপ্লাই দিতে পারবেন।
গুগলের ঘোষণায় জানা গেছে, অফলাইনে তৈরি করা ই-মেইলগুলো আউটবক্সে সেভ থাকবে। ডিভাইস ইন্টারনেটে যুক্ত হলেই সেগুলো স্বয়ংক্রিয়ভাবে পাঠিয়ে দেওয়া হবে। ফলে দুর্বল নেটওয়ার্ক, ভ্রমণ বা ইন্টারনেট সমস্যার সময়েও মেইল ব্যবহারে কোনো বাধা থাকবে না।
*কীভাবে অফলাইনে জি-মেইল ব্যবহার করবেন—*
* শুধুমাত্র গুগল ক্রোম ব্রাউজার থেকে mail.google.com ওপেন করতে হবে।
* চাইলে দ্রুত অ্যাক্সেসের জন্য লিংকটি ব্রাউজারে বুকমার্ক করা যেতে পারে।
* জি-মেইলের সেটিংস থেকে *Offline* অপশনে গিয়ে *Enable Offline Mail* চালু করতে হবে।
* সেটিংস সক্রিয় করলেই জি-মেইল অফলাইনে ব্যবহারের জন্য প্রস্তুত হবে।
বিশেষজ্ঞরা বলছেন, এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা আরও বেশি সুবিধা পাবেন এবং জি-মেইলের ব্যবহারব্যবস্থা আরও সহজতর হবে।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!