চার্জ দেওয়ার সময় ফোনে কথা বলা কি সত্যিই বিপজ্জনক? প্রচলিত ১০টি প্রযুক্তিগত ভুল ধারণার সত্যচার্জ দেওয়ার সময় ফোনে কথা বলা কি সত্যিই বিপজ্জনক? প্রচলিত ১০টি প্রযুক্তিগত ভুল ধারণার সত্য প্রযুক্তি
প্রযুক্তির যুগে আমরা প্রতিদিনই নানা ডিভাইস ব্যবহার করি। আর সেই সঙ্গে জন্ম নেয় অসংখ্য ভুল ধারণা—যেগুলোর বড় অংশই মিথ। কম্পিউটার, স্মার্টফোন, ইন্টারনেট—এসব নিয়ে প্রচলিত বিশ্বাসের অনেকটাই সত্য নয়। জেনে নিন সবচেয়ে প্রচলিত ১০টি প্রযুক্তিগত ভুল ধারণা ও এর বাস্তব সত্য—
১. রিফ্রেশ করলে কম্পিউটার দ্রুত হয়
মিথ: রিফ্রেশ বাটনে ক্লিক করলে উইন্ডোজ দ্রুত চলে।
সত্য: রিফ্রেশ শুধু সাময়িক ভিজ্যুয়াল ত্রুটি ঠিক করে। কম্পিউটারের গতি বাড়ানোর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
২. চার্জে থাকা ফোনে কথা বললে বিস্ফোরণ হতে পারে
মিথ: চার্জ দেওয়ার সময় ফোনে কথা বলা বিপজ্জনক।
সত্য: এটি সম্পূর্ণ ভুল ধারণা। ত্রুটিযুক্ত চার্জার বা ব্যাটারি থাকলে ফোন বিস্ফোরিত হতে পারে, তবে চার্জ দেওয়ার সময় কথা বলা কোনোভাবেই এর কারণ নয়।
৩. শুধু ফোন কোম্পানির চার্জারই নিরাপদ
মিথ: ফোনের সঙ্গে পাওয়া চার্জার ছাড়া অন্য কিছু ব্যবহার করা যাবে না।
সত্য: ভালো মানের যেকোনো চার্জার ব্যবহার করা যায়। নিম্নমানের সার্কিট থাকলেই সমস্যা।
৪. অ্যাপ বন্ধ করলে ব্যাটারি বাঁচে
মিথ: টাস্ক কিলার দিয়ে অ্যাপ পুরোপুরি বন্ধ করলে ব্যাটারি কম খরচ হয়।
সত্য: অ্যাপ জোর করে বন্ধ করলে তা আবার চালু হয় এবং আরও শক্তি ব্যয় হয়। ব্যাটারি সেভার মোডই কার্যকর সমাধান।
৫. পুরো সিগন্যাল মানেই ভালো নেটওয়ার্ক
মিথ: ফুল সিগন্যাল দেখালে সেরা ইন্টারনেট স্পিড পাওয়া যায়।
সত্য: সিগন্যাল শুধু টাওয়ারের নিকটতা বোঝায়, স্পিড নয়। নেটওয়ার্ক ভিড় বা ব্যান্ডউইথের উপর আসল গতি নির্ভর করে।
৬. বেশি র্যাম = বেশি গতি
মিথ: র্যাম বাড়ালে কম্পিউটারের গতি বাড়ে।
সত্য: র্যাম শুধু অস্থায়ী ডেটা রাখে। গতি বাড়াতে র্যামের ধরন (DDR3/DDR4) বেশি গুরুত্বপূর্ণ।
৭. সেফলি রিমুভ না করলে ইউএসবি নষ্ট হবে
মিথ: সেফলি রিমুভ না করলে ডেটা নষ্ট হয়ে যেতে পারে।
সত্য: যদি কোনো সক্রিয় ডেটা ট্রান্সফার না থাকে, তবে সরাসরি খুললেও সমস্যা নেই।
৮. একটি অ্যান্টিভাইরাসই সব ভাইরাস ঠেকায়
মিথ: একটি ভালো অ্যান্টিভাইরাসই যথেষ্ট।
সত্য: অ্যান্টিভাইরাস নতুন বা অজানা ভাইরাস ঠেকাতে পারে না। অবিশ্বস্ত সফটওয়্যার ডাউনলোডই সবচেয়ে বড় ঝুঁকি।
৯. রিসাইকেল বিন খালি মানেই ফাইল চিরতরে মুছে যাওয়া
মিথ: রিসাইকেল বিন খালি করলেই ফাইল নষ্ট হয়ে যায়।
সত্য: ফাইল তখনো ড্রাইভে থাকে। নতুন ডেটা দিয়ে ওভাররাইট না হওয়া পর্যন্ত পুনরুদ্ধার করা সম্ভব।
১০. প্রাইভেট ব্রাউজিংয়ে সবকিছু ‘গোপন’ থাকে
মিথ: ইনকগনিটো মোড ব্যবহার করলে কেউ কিছু জানতে পারে না।
সত্য: প্রাইভেট মোড শুধু লোকাল হিস্টোরি সংরক্ষণ করে না। তবে ইন্টারনেট সেবাদাতা, নেটওয়ার্ক কর্তৃপক্ষ বা ভিজিট করা ওয়েবসাইট সবকিছুই দেখতে পারে। সম্পূর্ণ গোপন থাকতে হলে প্রয়োজন ভিপিএন।
হংকিয়াত ডটকম অবলম্বনে প্রস্তুত।
Comment / Reply From
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!