হজের জন্য সাড়ে ৬ হাজার কিলোমিটার হেঁটে সৌদি আরবে পৌঁছালেন ব্রিটিশ মুসলিম আদম মোহাম্মদ
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে অবিশ্বাস্য এক যাত্রা সম্পন্ন করেছেন যুক্তরাজ্যের নাগরিক আদম মোহাম্মদ। হেঁটে মক্কায় যাওয়ার দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রূপ দিতে তিনি ১১ মাস ২৬ দিনে পার হয়েছেন প্রায় সাড়ে ৬ হাজার কিলোমিটার পথ।
মঙ্গলবার (৫ জুলাই) আরব নিউজের এক প্রতিবেদনে জানানো হয়—৫২ বছর বয়সী এই হজযাত্রী নেদারল্যান্ডস, জার্মানি, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া, তুরস্ক, লেবানন, সিরিয়া ও জর্ডান পেরিয়ে সৌদি আরবে পৌঁছান।
গত ২৬ জুন তিনি মক্কার আয়েশা মসজিদে পৌঁছান। তার এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত ছিলেন অন্যান্য হজযাত্রী, স্থানীয় বাসিন্দা এবং বিমানে করে সৌদি পৌঁছানো তার দুই মেয়ে। তাদের উষ্ণ স্বাগত ও ভালোবাসায় আবেগাপ্লুত হন আদম।
তিনি বলেন, “হজ পালন আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল। এই দীর্ঘ ও কঠিন যাত্রা শেষ করতে পেরে আমি অত্যন্ত খুশি। পথে পথে বিভিন্ন দেশের মানুষের ভালোবাসা ও উদারতা আমাকে সাহস জুগিয়েছে।”
করোনা মহামারির সময় থেকেই কোরআন পাঠে মনোনিবেশ করেন তিনি। একদিন ঘুম ভাঙার পর অন্তর থেকেই অনুভব করেন—হেঁটে মক্কায় যেতে হবে। সেই ডাকে সাড়া দিয়ে গত বছরের ১ আগস্ট যুক্তরাজ্যের উলভারহ্যাম্পটন থেকে যাত্রা শুরু করেন তিনি।
একটি ব্রিটিশ সংস্থার সহায়তা ও বিভিন্ন মানুষের অনুদানে এই কঠিন যাত্রার প্রস্তুতি নিতে তার দুই মাস সময় লেগেছে। প্রতিদিন গড়ে ১৭.৮ কিলোমিটার হাঁটেন তিনি।
হজ পালনকে জীবনের চরম লক্ষ্য বলে উল্লেখ করে আদম মোহাম্মদ বলেন, “আল্লাহর জন্য এবং মানবতার খাতিরে আমাকে সবকিছু ত্যাগ করতে হয়েছে। তাঁর কাছে শুকরিয়া যে তিনি আমাকে এই স্বপ্ন পূরণের শক্তি দিয়েছেন।”
Comment / Reply From
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!