শূন্য থেকে শিখরের ওঠার গল্প দ্য এ্যালকেমিস্ট
দ্য এ্যালকেমিস্ট-পাওলো কোয়েলহোদ্য এ্যালকেমিস্ট এমন একটি বই যেখানে আপনি শূন্য থেকে শিখরের ওঠার গল্প পাবেন, আরো পাবেন শিখর থেকে শূণ্যতে নামার গল্পও। খুঁজে পাবেন নিজের ভেতরের জগতের বেশকিছু পরিচয় যা আপনাকে আপনার দুর্বলতা ও অযোগ্যতার মাঝেও আপনার মনের লালিত স্বপ্নকে পূরণ করার সাহস জুগিয়ে দেবে। গল্পের যুবক সান্তিয়াগো সেই উপদেশই আমাদের দিয়েছে। মাস্টার পিস বইটি গল্পের তালে তালে আপনাকে মোটিভেট করে যাবে। আপনার উৎসাহকে জাগিয়ে নতুন করে পথ চলার শক্তি জোগাবে। আমি বেশকিছু মূল্যবান কথা নোট করেছি। সেগুলোর কিছু অংশ এখানে যোগ করলাম। যা আত্মস্থ করার মতো।১। খাবার সময় খাও, চলার সময় এগিয়ে চলো।২। গাছপালার মর্ম বুঝার জন্যই হয়তো ঈশ্বর মরুভূমি সৃষ্টি করেছেন।৩। যখন কেউ প্রতিষ্ঠার চেষ্টা করবে তখন সারা জাহান তাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে৷ ৪। ভালোবাসা হলো পৃথিবীর সবচে শুদ্ধতম ভাষা। সবচেয়ে পুরনো। যা মানবজাতির ইতিহাসের চেয়েও পুরনো।৫। তুমি সেইসব ব্যাপারগুলোই এড়িয়ে যেতে পারবে যেগুলো তোমার ভবিষ্যতের অংশ হবে না। আর মানুষ সবসময় ভবিষ্যতের ওপর ভর করে জীবন চালায়। ৭। বর্তমানে মনোযোগ দেও, ভবিষ্যত বদলে যাবে। বইটি মাত্র ১১০ পৃষ্ঠার। গুগলে এর অনেক পিডিএফ লিংক রয়েছে। পুরো পৃথিবীতে ২৫ মিলিয়নেরও বেশী কপি বিক্রি হয়েছে এ বইটি।বই পড়ুন। নিজেকে জানুন। নম্রতা ও ভদ্রতার পাঠ শিখুন।নিশ্চয় জ্ঞান আপনাকে উগ্রতা শেখায় না।
প্রিয় পাঠক, আপনিও হয়ে উঠুন অবসর সময়ের অনলাইন সাংবাদিক। আপনার লেখালেখির প্রতিভা কে অবসর সময়কে কাজে লাগিয়ে হয়ে উঠতে পারেন রকমারি নিউজ এর অনলাইন সাংবাদিক। লাইফ স্টাইল , ব্যবসা , উদ্যোগ , সচেতনতা, ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ অভিজ্ঞতা , নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস, লেখাপড়া , গুজব কোন সংবাদ, তাৎক্ষণিক কোন ঘটনা বা অভিজ্ঞতা ইত্যাদি যে কোন বিষয় নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবি ও ভিডিও সহ (যদি থাকে) ইমেইল করুন এই ঠিকানায় - info@rokomari.news। লেখাটি আপনার নামে প্রকাশ করা হবে। আপনার সেই লেখার লিংক সহজেই সবাইকে শেয়ার করে দিতে পারবেন। এছাড়া, ইমেইল না করেও আপনি খুব সহজে রকমারি অনলাইন পোর্টালে লেখা সাবমিট করে দিতে পারবেন । আপনার প্রতিটি লেখা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ । অনলাইন পোর্টাল এ লেখা সাবমিট করতে এখানে Click করুন Submit News
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!