Dark Mode
Image
  • Tuesday, 16 December 2025
৫১ বছর পর লাইব্রেরিতে ফিরল হারিয়ে যাওয়া বই! অবাক সবাই

৫১ বছর পর লাইব্রেরিতে ফিরল হারিয়ে যাওয়া বই! অবাক সবাই

বইপ্রেমীরা ব্যস্ততার মধ্যেও পড়ার সময় বের করে নেন। তবে বই কিনে পড়া সবসময় সম্ভব না হওয়ায় অনেকেই আশ্রয় নেন লাইব্রেরিতে। বই নিয়ে ফেরত দিতে দেরি হওয়া বেশ সাধারণ ঘটনা—কখনো এক মাস, কখনো দুই মাস। কিন্তু দেরি কি কখনো ৫১ বছর ছাড়িয়েছে? অবিশ্বাস্য হলেও সত্যি, এমনই এক বিস্ময়কর ঘটনা ঘটেছে কানাডার ভ্যাঙ্কুভার পাবলিক লাইব্রেরিতে।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানায়, লাইব্রেরিটি তাদের টুইটার অ্যাকাউন্টে একটি ছবিসহ পোস্ট করে জানায়—১৯৭১ সালের ২০ এপ্রিল ধার দেওয়া একটি বই ফিরে এসেছে দীর্ঘ ৫১ বছর পর। বইটির নাম ‘দ্য টেলিস্কোপ’, লেখক হ্যারি এডওয়ার্ড নিল।

বইগ্রহীতা এত বছর বই ফেরত না দেওয়ার কারণ হিসেবে লাইব্রেরি জানায়—ইবুকের যুগে মানুষ আর আগের মতো বই নিয়ে পড়তে আসে না। এছাড়া এই লাইব্রেরিতে জরিমানার ব্যবস্থা না থাকায় অনেকেই নিজের সুবিধামতো সময়ে বই ফেরত দেন। তাই বইটি এত দেরিতে ফিরেছে বলেই ধারণা।

তবে মজার বিষয় হলো—বইটি ফেরত দেওয়ার সময় পাঠক একটি ছোট চিরকুটও রেখেছেন। সেখানে লেখা—
“মার্জনা করবেন, একটু দেরি হয়ে গেল। কিন্তু বইটি খুব ভালো অবস্থাতেই আছে।”

৫১ বছরকে 'একটু দেরি' বলা দেখে লাইব্রেরি কর্তৃপক্ষ বেশ মজা পেলেও, বইটি অক্ষত অবস্থায় ফিরে পাওয়ায় তারা দারুণ খুশি।

মানুষের পড়ার অভ্যাস বদলালেও—বইয়ের প্রতি ভালবাসা যে কখনো পুরোনো হয় না, এই ঘটনাই যেন তার প্রমাণ।

৫১ বছর পর লাইব্রেরিতে ফিরল হারিয়ে যাওয়া বই! অবাক সবাই

Comment / Reply From