## যেভাবে খাবার ঘরে আনবেন আভিজাত্য খাবার ঘর শুধু খাওয়ার জায়গা নয়, এটি পরিবারের একত্র হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। সামান্য পরিকল্পনা আর সঠিক নকশা বেছে নিলেই খাবার ঘর হয়ে উঠতে পারে পরিমিত,
খাবার ঘর শুধু খাওয়ার জায়গা নয়, এটি পরিবারের একত্র হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। সামান্য পরিকল্পনা আর সঠিক নকশা বেছে নিলেই খাবার ঘর হয়ে উঠতে পারে পরিমিত, রুচিশীল ও আভিজাত্যে ভরপুর। কীভাবে খাবার ঘরে আভিজাত্যের ছোঁয়া আনবেন, জেনে নেওয়া যাক।
### আসবাব বাছাইয়ে থাকুক পরিমিত বিলাসিতা
খাবার টেবিলের টপ মার্বেল পাথর বা গ্রানাইটের হলে ঘরে আসে রাজকীয় ভাব। চাইলে পুরো টেবিলটি সেগুন বা ওক কাঠেরও হতে পারে। কাঠের স্বাভাবিক টেক্সচার রেখে কিংবা কৃত্রিম নকশার মাধ্যমে ভিন্ন মাত্রা যোগ করা যায়। মানসম্মত রঙের প্রলেপ আসবাবের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে।
চেয়ারে কাপড় বা লেদারের ব্যবহার খাবার ঘরকে দেয় অভিজাত রূপ। ধ্রুপদি স্টাইলে ভারী নকশার আসবাব মানানসই হলেও আধুনিক ঘরে হালকা ও সরল নকশার আসবাব বেশি আকর্ষণীয়। সাদা রঙের সঙ্গে সোনালি কারুকাজ কিংবা বেজ, ধূসর টোনের আসবাব আভিজাত্যের ছাপ ফেলে।
### দেয়ালের রঙে আনুন গভীরতা
খাবার ঘরের দেয়ালে গাঢ় সবুজ, রয়েল ব্লু, নেভি ব্লু, চারকোল বা গাঢ় ধূসর রঙ ব্যবহার করলে জায়গাটি হয়ে ওঠে মার্জিত। চাইলে ছাদেও একই রঙ প্রয়োগ করা যায়। আবার হালকা বেজ, চাপা সাদা, কফি বা হালকা ধূসর রঙও ব্যবহার করা যেতে পারে। তবে একটি দেয়ালে গাঢ় রঙ রাখলে পুরো ঘরে অভিজাত ভাব আসে।
### দেয়ালসজ্জায় নান্দনিক ছোঁয়া
দেয়ালে কাঠের প্যানেল যোগ করলে খাবার ঘরের সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায়। সেগুন বা গর্জন কাঠের প্যানেল মানানসই রঙে রাঙিয়ে নিলে তা নজর কাড়বে। সোনালি, কালো বা ব্রোঞ্জ রঙের হালকা ব্যবহার প্যানেলে বৈপরীত্য আনতে পারে। একটি বড় শিল্পকর্ম বা পেইন্টিংও দেয়ালে ঝোলানো যেতে পারে।
### আলোর ব্যবস্থায় স্বস্তি ও উষ্ণতা
খাবার ঘরে এমন আলো প্রয়োজন, যা চোখে আরাম দেয়। ২৭০০ থেকে ৩০০০ কেলভিন উষ্ণ আলো খাবার ঘরের জন্য সবচেয়ে উপযোগী। আলো কম-বেশি করা যায় এমন ব্যবস্থা থাকলে সুবিধা হয়। ছাদে ঝাড়বাতি বা পেনডেন্ট লাইট ঝুলিয়ে দিতে পারেন। দেয়ালে ওয়াল ব্র্যাকেট লাইট ব্যবহার করলেও দৃষ্টিনন্দন পরিবেশ তৈরি হয়। জানালায় দুই স্তরের পর্দা রাখুন—পাতলা পর্দা দিয়ে আলো ঢুকবে, আর ব্ল্যাকআউট পর্দা প্রয়োজনে রোদ বা বাইরের আলো আটকাবে।
### আরও কিছু পরামর্শ
ডিনার ওয়াগন বা দেয়ালে ঝোলানো কেবিনেটে সাজিয়ে রাখুন তৈজসপত্র। ডিনার ওয়াগনের বিপরীত দেয়ালে একটি আয়না রাখলে ঘর বড় ও উজ্জ্বল দেখায়। কাউন্টার টপ থাকলে সেটি মার্বেল পাথরের হলে আভিজাত্য বাড়ে। টেবিলের ওপর আকর্ষণীয় সেন্টারপিস, মোমদানি বা মার্বেলের ফুলদানি রাখতে পারেন। খাবার টেবিলের দুই পাশে বড় টবের গাছ রাখলে পরিবেশে আসে সতেজতা।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!