শীতে শখের গাছের বাড়তি যত্ন জরুরি কেন
শীতকালে শুধু মানুষের নয়, গাছেরও বিশেষ যত্ন প্রয়োজন। এ সময় আবহাওয়া থাকে শুষ্ক ও ঠান্ডা, ফলে গাছের স্বাভাবিক বৃদ্ধি ধীর হয়ে যায় এবং অনেক গাছ দুর্বল হয়ে পড়ে। যারা ছাদ, বারান্দা কিংবা ছোট্ট ব্যালকনিতে শখের বাগান করেন, তাদের একটু বাড়তি মনোযোগ দিলে শীতকালজুড়েই গাছ থাকবে সতেজ ও প্রাণবন্ত। জেনে নিন শীতে শখের গাছের যত্নের সহজ কিছু উপায়।
### পানি দিন বুঝে-শুনে
শীতকালে মাটিতে আর্দ্রতা বেশি সময় ধরে থাকে। তাই নিয়মের বাইরে অতিরিক্ত পানি দেওয়া গাছের জন্য ক্ষতিকর হতে পারে। মাটির উপরিভাগ শুকিয়ে গেলে তবেই পানি দিন। সকালে হালকা পানি দেওয়া সবচেয়ে ভালো, এতে শিকড় সুস্থ থাকে।
### পর্যাপ্ত রোদের ব্যবস্থা করুন
শীতের মৃদু রোদ গাছের জন্য অত্যন্ত উপকারী। প্রতিদিন অন্তত ৪–৬ ঘণ্টা সরাসরি সূর্যের আলো পড়ে—এমন জায়গায় টব বা গাছ রাখুন। এতে গাছ সতেজ থাকবে এবং ফুল ধরার সম্ভাবনাও বাড়বে।### সার ব্যবহারে থাকুন সতর্ক
এই মৌসুমে ভারী রাসায়নিক সার ব্যবহার না করাই ভালো। বরং পচা গোবর সার বা ভার্মি কম্পোস্ট ব্যবহার করুন। ১৫–২০ দিন পরপর অল্প পরিমাণ সার দিলে গাছ প্রয়োজনীয় পুষ্টি পাবে।
### ঠান্ডা বাতাস থেকে সুরক্ষা দিন
শীতের রাতে তাপমাত্রা হঠাৎ কমে গেলে ফুল গাছ ক্ষতিগ্রস্ত হতে পারে। বেশি শীত পড়লে টবগুলো দেয়ালের পাশে বা তুলনামূলকভাবে ঢাকা জায়গায় রাখুন। এতে গাছ নিরাপদ থাকবে।
### নিয়মিত ছাঁটাই ও পরিষ্কার রাখুন
শুকনো পাতা, ঝরে যাওয়া ফুল ও দুর্বল ডাল নিয়মিত কেটে ফেলুন। এতে গাছ নতুন কুঁড়ি ধরতে উৎসাহ পায় এবং দেখতে সুন্দর থাকে।
### মাটির যত্ন নিন
শীতের শুষ্ক আবহাওয়ায় টবের মাটি শক্ত হয়ে যেতে পারে। মাঝে মাঝে হালকা করে মাটি আলগা করে দিন। এতে বাতাস চলাচল সহজ হয় এবং শিকড় সুস্থ থাকে।
### গাছের সৌন্দর্য বাড়ান
আজকাল বিভিন্ন ধরনের নান্দনিক টব পাওয়া যায়। বারান্দা বা ছাদের বড় টবগুলো এক রঙের রাখতে পারেন বা দেয়ালের রঙের সঙ্গে মিলিয়ে রাঙাতে পারেন। পাট বা বেতের তৈরি টব ঘর ও বারান্দার সৌন্দর্য বাড়ায়। সুন্দর টবে ফুলের গাছ লাগালে পুরো বাগানই হয়ে উঠবে আরও আকর্ষণীয়।
Comment / Reply From
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!