Dark Mode
Image
  • Tuesday, 16 December 2025

১ জানুয়ারি নতুন বই হাতে পাবে প্রাথমিক শিক্ষার্থীরা

১ জানুয়ারি নতুন বই হাতে পাবে প্রাথমিক শিক্ষার্থীরা

 

আগামী ১ জানুয়ারি দেশের সব প্রাথমিক শিক্ষার্থী নতুন শিক্ষাবর্ষের বই হাতে পাবে—এমন আশ্বাস দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। একই সঙ্গে শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিতে আগ্রহীদের জন্য ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) কোর্স চালুর ঘোষণা দেন তিনি।

শনিবার ময়মনসিংহে এক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান উপদেষ্টা। এর আগে তিনি ময়মনসিংহ নগরীর কলেজ রোড এলাকায় অবস্থিত জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)–এর সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, পিটিআই ইন্সট্রাক্টর ও নেপ কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠানে অংশ নেন।

উপদেষ্টা বলেন, নতুন বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে। ইতোমধ্যে প্রয়োজনীয় সব পাঠ্যবই প্রস্তুত রয়েছে। তিনি আরও জানান, আসন্ন নির্বাচনে প্রাথমিক বিদ্যালয়গুলো ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে এবং এ জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ডিপিএড কোর্স প্রসঙ্গে বিধান রঞ্জন রায় পোদ্দার জানান, শিক্ষকতায় যোগদানের আগেই এই প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে—যা আগে দেশে চালু ছিল না। এতে শিক্ষকদের পেশাগত দক্ষতা ও মান উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। আগামী জানুয়ারি থেকে ১০ মাস মেয়াদি এই কোর্স চালু হবে। দেশের ১২টি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

প্রাথমিক শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে চলমান আন্দোলনের বিষয়ে উপদেষ্টা বলেন, বিষয়টি বেতন কমিশনের এখতিয়ারভুক্ত। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে এটি বাস্তবায়িত হবে। পরীক্ষা চলাকালে আন্দোলন যুক্তিযুক্ত হয়নি উল্লেখ করে তিনি বলেন, শিক্ষকরা পরে বিষয়টি অনুধাবন করে আন্দোলন প্রত্যাহার করেছেন। শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে স্থগিত পরীক্ষাগুলো পুনরায় নেওয়া হচ্ছে।

নেপের মহাপরিচালক ফরিদ আহমদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী।

১ জানুয়ারি নতুন বই হাতে পাবে প্রাথমিক শিক্ষার্থীরা

Comment / Reply From