গাড়ি কিনলেন ১০ টাকার কয়েনে! তামিলনাড়ুর যুবকের ব্যতিক্রমী সিদ্ধান্তে হতবাক শোরুম কর্মীরাবর্তমান সময়ে বেশিরভাগ মানুষই কয়েন নিতে চান না। বিশেষ করে ১০ টাকার কয়েন নিয়ে অস্বস্তি, সন্দেহ বা অনিচ্ছা
বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই কয়েন নিতে চান না। বিশেষ করে ১০ টাকার কয়েন নিয়ে অস্বস্তি, সন্দেহ বা অনিচ্ছা যেন সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। ঠিক এই সমস্যার মুখোমুখি হয়েই অভিনব এক পথ বেছে নিলেন ভারতের তামিলনাড়ুর ভেত্রিবেল নামের এক যুবক। যাদের চোখে ১০ টাকার কয়েনের কোনো মূল্য নেই—সেই কয়েন দিয়েই তিনি কিনে ফেললেন একটি নতুন চার চাকার গাড়ি!
ভেত্রিবেলের মা একটি ছোট দোকান চালান। দোকানে ক্রেতাদের কেউ যদি ১০ টাকার কয়েন ফেরত পেতেন, তাদের বেশিরভাগই তা নিতে অরাজি হতেন। এতে দিন দিন বাড়িতেই জমতে থাকে কয়েনের বোঝা। বছরের পর বছর ধরে স্তুপের মতো জমে থাকা এই কয়েন শেষ পর্যন্ত ‘বোঝা’ না হয়ে হয়ে ওঠে ভেত্রিবেলের নতুন পরিকল্পনার কেন্দ্রবিন্দু।
ভেত্রিবেল বলেন, “অনেক সময় দেখি বাচ্চারা ১০ টাকার কয়েন নিয়ে খেলছে—মনে হয় যেন এর কোনো দামই নেই। তখনই ভাবলাম, এই কয়েন দিয়েই একটা বড় কিছু করব।”
ভাবনা থেকেই শুরু কাজ
ধর্মপুরীর একটি গাড়ির শোরুমে একদিন বস্তা ভর্তি কয়েন নিয়ে হাজির হন তিনি। হঠাৎ এমন দৃশ্য দেখে শোরুমের কর্মীরা হতবাক! কারণ গাড়ি কিনতে এত পরিমাণ কয়েন নিয়ে আসা—এ দৃশ্য সচরাচর দেখা যায় না।
ভেত্রিবেল জানান, প্রায় এক মাস ধরে শুধু ১০ টাকার কয়েন জমিয়ে মোট ৬ লাখ টাকা সংগ্রহ করেন তিনি। এরপর শোরুমে গিয়ে কর্মীদের রাজি করাতে সময় লাগলেও শেষমেশ তারা সম্মতি দেন।
ব্যাংকও নিয়েছে মুখ ফিরিয়ে
তিনি আরও বলেন, “মা দোকানে ক্রেতাদের ১০ টাকার কয়েন দিলে তারা নিতে চান না। ব্যাংকে জমা দিতে গেলে তারাও ফিরিয়ে দিয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে—এত সংখ্যক কয়েন গোনার জন্য কাউকে পাওয়া যাচ্ছে না।”
যদিও ভারতীয় রিজার্ভ ব্যাংক কখনোই ১০ টাকার কয়েনের মূল্য অস্বীকার করেনি, তবুও বাস্তবে ব্যাংকের অনীহার কারণে সমস্যায় পড়তে হয় ভেত্রিবেলকে। একাধিকবার অভিযোগ করেও সমাধান না পেয়ে শেষ পর্যন্ত এই অস্বীকৃত কয়েন দিয়েই গাড়ি কেনার সিদ্ধান্ত নেন তিনি।
তার এই ব্যতিক্রমী উদ্যোগ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডেতামিলনাড়ুর ভেত্রিবেল নামের এক যুবক ১০ টাকার কয়েনে জমানো ৬ লাখ টাকা দিয়ে কিনলেন নতুন গাড়ি! ব্যাংক ও মানুষের অস্বীকৃতির পরেও কীভাবে তিনি এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নিলেন—জানুন পুরো ঘটনা।
Comment / Reply From
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!